রাশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, ইউক্রেনের পাঠানো বিস্ফোরক জব্দ

জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের উদ্ধারকৃত বিস্ফোরক

রাশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, ইউক্রেনের পাঠানো বিস্ফোরক জব্দ

অনলাইন ডেস্ক

রাশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে বিস্ফোরক পরিবহন করা একটি বিস্ফোরকভর্তি ব্যাগ জব্দ করেছে জর্জিয়ার নিরাপত্তা বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সংবাদম্যাধ্যম আরটি জানিয়েছে জর্জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সংস্থা ইউক্রেনীয় বন্দর শহর ওডেসা থেকে ১৪ কেজি ওজনের ৬ টি অত্যাধুনিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলো কার্গোতে করে পরিবহন করা হয়েছিলো। এসব বিস্ফোরক দিয়ে রাশিয়ার শহর বিশেষত ভোরোনেজে হামলার পরিকল্পনা করা হচ্ছিলো বলে জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিস জানায়।

আরও পড়ুন: রাখাইনে জান্তা সেনা ও বিদ্রোহীদের তুমুল লড়াই

বিস্ফোরকগুলি রোমানিয়া, বুলগেরিয়া এবং তুর্কি হয়ে একটি মিনিভ্যানে করে জর্জিয়ায় আনা হয়। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর মিনিভ্যানের তল্লাশি চালানোর পর এই বিস্ফোরকগুলো উদ্ধার করে।  ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির  তত্ত্বাবধানে ইউক্রেনীয় এমপি শরশিদজে এই অপারেশনে নিযুক্ত বলে জানিয়েছেন সংস্থাটি। জর্জিয়ায় কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

যদিও জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের এই দাবি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কিয়েভ।  

news24bd.tv/SC