কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত কৃষিতে বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা শীর্ষক সেমিনারে এ কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, বিষফোড়া জেনেও পায়রা বন্দর প্রকল্প কাটা সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে গেছে। কৃষি বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলো ৬ মাস আগে আলোচনা করা উচিত ছিল বলেও এ সময় মন্তব্য করেন তিনি।...
‘কৃষিতে ভর্তুকি দিতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত’

হজ করতে গেছেন ২০ হাজার ৫৫ জন
নিজস্ব প্রতিবেদক

হজযাত্রায় পঞ্চমদিনে শনিবার (৩ মে) সকাল ১০টা পর্যন্ত ৪৯ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২০ হাজার ৫৫ জন। আজ আরো ৬টি ফ্লাইটে ২ হাজার ৫৩৬ জনের মক্কায় যাওয়ার কথা রয়েছে। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন এসব তথ্য নিশ্চি করেছেন। লোকমান হোসেন জানান, বিভিন্ন কারণে ভিসা জটিলতায় আটকে আছে ৪ জনের হজযাত্রা। এখনো ভিসা পাননি ১৩ হাজার ৫৩৫ জন। তবে যারা এখনো ভিসা পাননি এবং বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গেছে, তারা সবাই ভিসা পাবেন। তিনি বলেন, যারা আটকে আছেন তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গেল ২৪ ঘণ্টায় আটকে পড়া ১৪ জন ভিসা পেয়েছে বলেও জানান তিনি। তবে বিমানে টিকিট প্রাপ্তি ও হজক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশকিছু অভিযোগ রয়েছে হজযাত্রীদের। আর যারা সব প্রক্রিয়া শেষে হজে যাচ্ছেন তাদের মুখে সন্তুষ্টির হাসি।...
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে
অনলাইন ডেস্ক

লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছ- এ অবস্থায় সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরর্ব্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল রোববার রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে...
হেফাজতের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত
নিজস্ব প্রতিবেদক

শাপলা চত্বরে নৃশংসতা ও আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। যেন তিল ধারণের ঠাঁই নেই। মহাসমাবেশ সফল করতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব জেলা, উপজেলা থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম থেকেই অর্ধলক্ষাধিক নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিয়েছেন বলে জানান হেফাজতের নেতারা। এ সময় তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর