বন্যা কবলিত ফিলিপাইন, প্রাণ হারিয়েছেন ২০

দুর্ঘটনা কবলিত মানুষদের উদ্ধারে নেমেছে ফিলিপাইনের উদ্ধারকর্মীরা

বন্যা কবলিত ফিলিপাইন, প্রাণ হারিয়েছেন ২০

অনলাইন ডেস্ক

একদিকে লাগাতার বৃষ্টি অন্যদিকে বন্যায় নাকাল ফিলিপাইন। সোমবার (৫ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা আরও জানান, দাভাও দে ওরো প্রদেশে নিহত হয়েছেন ১৩ জন। নিখোঁজ রয়েছেন দুজন।

অন্যদিকে প্রতিবেশী দাভাও দেল নর্তে প্রদেশে সাতজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, ইউক্রেনের পাঠানো বিস্ফোরক জব্দ

চলমান এই বন্যার জেরে ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫ হাজার মানুষকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ও একটি নিম্নচাপের কারণে গত ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ মিন্দানাও অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে।

এর ফলে ওই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রায়শই ভূমিধ্বস ও বন্যা দেখা দেয়। এর আগেও গত মাঝের দিকে দক্ষিণ ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পুনরায় ফিলিপাইনে বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলছে স্থানীয়দের।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক