ভারত নিজেদের সেনা ফেরাতে প্রস্তুত: মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু

ভারত নিজেদের সেনা ফেরাতে প্রস্তুত: মুইজ্জু

অনলাইন ডেস্ক

মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহারে সম্মত হয়েছে ভারত। সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানান, আগামী ১০ মার্চের আগেই মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রথম দল ফেরত নিয়ে সম্মত হয়েছে দেশটি।

মালদ্বীপের ১৯তম সংসদের শেষ অধিবেশনের শুরুতে মুইজ্জু বলেন, এ বিষয়ে ভারতের সাথে আলোচনা চলমান রয়েছে। দেশের প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, তার কাজ হবে মালদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

তার প্রতি দেশের জনগণের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন মুইজ্জু।

আরও পড়ুন: গাজা অস্থিরতার মধ্যে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

উল্লেখ্য, চলমান ভারত-মালদ্বীপ দ্বন্দ্বের মধ্যে কিছুদিন আগে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা তিনটি মাছ ধরার নৌকা নিয়ে ঢুকে পড়ার দাবি করা হয়। এ ঘটনার পর মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ভারতের সম্পৃক্ততা রয়েছে। বিষয়টি নিয়ে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছিলো মুইজ্জুর সরকার।

মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বলেন, ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে সরকার।

news24bd.tv/SC