গ্র্যামিতে গিয়েছিলেন দুই বাংলাদেশি

বাংলাদেশি সঙ্গীতশিল্পী মুজা ও ফুয়াদ

গ্র্যামিতে গিয়েছিলেন দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’ আসরের মূল অনুষ্ঠান রোববার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো।  লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় এটি অনুষ্ঠিত হয়।  ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের এই আসরে দর্শক সারিতে অংশ নিয়েছিলেন দুই বাংলাদেশি সংগীত শিল্পী। তারা হলেন ফুয়াদ আল মুক্তাদির ও মুজা।

আরও পড়ুন: গ্র্যামির মঞ্চে টেলর সুইফটের রেকর্ড

নিজেদের গ্র্যামিতে অংশ নেওয়া ছবি পোস্ট করেন ফুয়াদ। তার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মুজা লিখেছেন, ‘কোনো কিছুর আগে বলতে চাই, সব প্রশংসা ওপরওয়ালার। আমি শুধু আশীর্বাদপ্রাপ্তই নই, বরং গর্বিত এই ভেবে যে, বাংলাদেশের অন্যতম বড় শিল্পীর সঙ্গে গ্র্যামিতে যোগ দিতে পেরেছি!’ নিজের পরবর্তী স্বপ্ন নিয়ে মুজা লেখেন, ‘একটি বাংলা গান শুধু গ্র্যামিতে মনোনয়ন নয়, গ্র্যামি থেকে পুরস্কার জিতে নেবে বলে আমি প্রত্যাশা রাখছি। ’

উল্লেখ্য, উপমহাদেশ থেকে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর পুরস্কার জিতেছেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন।

তাদের ব্যান্ডের নাম ‘শক্ত’। ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে শক্তি। তাদের সর্বশেষ অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য এই পুরস্কার দেওয়া হয়।

news24bd.tv/SC