নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মোদি

অনলাইন ডেস্ক

লোকসভা নির্বাচনের তফসিলও এখনো ঘোষণা করা হয়নি। ভোটগ্রহণের বাকি আরও কয়েক মাস। এর মধ্যেই নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী নির্বাচনে তাঁর দল কত ভোট পেতে পারে তা জানালেন সংসদে দাঁড়িয়ে।

সোমবার লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির জবাবি ভাষণে মোদি বলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ (জোট) ৪০০–র বেশি আসন পাবে। আর এর মধ্যে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ৩৭০ আসন অবশ্যই দেবে জনগণ। ’ 

সংসদে দাঁড়িয়ে মোদি বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো নির্বাচিত হতে যাচ্ছি। আর মাত্র ১০০–১২৫ দিন বাকি।

আমি সংখ্যায় যাব না, কিন্তু দেশের মানুষের মনোভাব দেখেই বলছি। এনডিএ (জোট) ৪০০–র বেশি আসন পাবে। আর এর মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবশ্যই ৩৭০ আসনে জিতবে। ’ 

এ ছাড়া আগামীতে ক্ষমতায় আসার পর দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মোদি। এবার নির্বাচিত হওয়ার পর কয়েকটি বড় সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

মোদি বলেন, ‘বিরোদীদের যে ছন্নছাড়া অবস্থা, এর জন্য দায়ী কংগ্রেস। ভালো বিপক্ষ হওয়ার সময় ছিল ওদের। ১০ বছর তো কম নয়। কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। আবার অন্য বিপক্ষকেও সামনে আসতে দেয়নি। তেজস্বী লোকজনকে দাবিয়ে রাখা হয়েছে। অনেক নতুন মুখ ছিলেন। তাঁদের উৎসাহ ছিল। কিন্তু নবীনদের ছবি সামনে এলে নিজেদের ছবি ঝাপসা হয়ে যাবে, এই ভয়ে কিছু করেননি তাঁরা। ’

প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, সুস্থ গণতন্ত্রে শক্তিশালী বিপক্ষ খুব জরুরি। কিন্তু বিরোধীর (কংগ্রেস) সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিবারবাদ।  

ওই কথা বলার সময় বহরমপুরের এমপি তথা কংগ্রেসের লোকসভার নেতার দিকে তাকিয়ে মোদি বলেন, ‘দেখুন অধীর চৌধুরীর অবস্থা। আমাদের খাড়গেজি এই সদন থেকে অন্য সদন শিফট করে গেছেন। গুলামজি তো পার্টি থেকেই শিফট হয়ে গেছেন। ’  

রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘একই প্রোডাক্ট বার বার লঞ্চ করে করে কংগ্রেসের দোকানে তালা পড়ার সময় এসে গেছে। ’

news24bd.tv/aa