দুর্নীতির বিষয়ে সচিবদের কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্নীতির বিষয়ে সচিবদের কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

কোনোভাবেই দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুশাসন নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি কমাতেও কাজ করতে হবে প্রশাসনকে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন শেখ হাসিনা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনাও দেন সরকারপ্রধান।

 

সবশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হলো সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের শুরুতেই ৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন করার জন্য সচিবদের ভূমিকার প্রশংসা করেন সরকারপ্রধান।  
আলোচনায় উঠে আসে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক অর্থনীতির মতো জনগুরুত্বপূর্ণ সব বিষয়।

 

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কঠোরভাবে দুর্নীতি দমনের হুঁশিয়ারি দেন সরকারপ্রধান।  

পণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশনা দেন শেখ হাসিনা। পাশাপাশি-মুনাফা লোভিদের কারণে জিনিসপত্রের দাম যাতে না বেড়ে যায় সে ব্যাপারেও কঠোর হতে বলেছেন সচিবদের।

প্রকল্পের কাজে দুর্নীতি বেশি হয় উল্লেখ করে এ ক্ষেত্রে জনগণের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে সচিবদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।  

মন্ত্রণালয়ভিত্তিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজের অগ্রগতি সমন্বয় করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের কাছে এর প্রতিবেদন জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগকে।

news24bd.tv/আইএএম