মা-ছেলে হত্যায় আরেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

মা-ছেলে হত্যায় আরেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকার কাকরাইলে বাড়িতে ঢুকে মা-ছেলেকে হত্যার ঘটনায় বাড়ির মালিক ও নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিমের আরেক স্ত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অভিনেত্রী বলে পুলিশ জানিয়েছে।

হত্যার ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা আব্দুল করিমকে আটক করে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির দারোয়ান ও নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর: রাজধানীতে বাসার ভেতর মা-ছেলের গলাকাটা লাশ

আজ বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এহসানুল ফেরদৌস বলেন, যিনি নিহত হয়েছেন, তাঁর পরিবারের লোকজন মামলা করতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যায় একটি বাড়িতে ঢুকে মা শামসুন্নাহার (৪৬) ও ছেলে সাজ্জাদুল করিম ওরফে শাওনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। মায়ের লাশ পাওয়া যায় ঘরের মধ্যে, আর ছেলের লাশ পড়ে ছিল সিড়িতে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় দুটি জোড়া খুনের ঘটনা

শামসুন্নাহারের স্বামী আবদুল করিম ওই বাড়ির মালিক এবং তিনি একজন ব্যবসায়ী। পুলিশ শাওনের লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। সাজ্জাদুল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এ লেভেল পরীক্ষা দিয়েছিলেন।

পুলিশ বলেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অর্থসম্পদ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর