যেসব এলাকায় ইসির কর্মীদের ছুটি বাতিল

ফাইল ছবি

যেসব এলাকায় ইসির কর্মীদের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ সিটি নির্বাচন এবং কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনসহ বিভিন্ন সিটি ও পৌরসভার শূন্যপদের নির্বাচন সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের নির্বাচন কমিশনের (ইসি) কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচন ও বরিশাল সিটির সাধারণ ওয়ার্ড কাউন্সিলর শূন্য পদে উপনির্বাচন এবং কতিপয় পৌরসভার শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এসব নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ (রাজস্ব, আউটসোর্সিং) সাপ্তাহিক সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

আদেশে নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করতে নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।  

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক