বিচারক সোহেল রানাকে আদালত অবমাননার সাজা থেকে অব্যাহতি

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

বিচারক সোহেল রানাকে আদালত অবমাননার সাজা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. সোহেল রানার সাজার রায়ের বিরুদ্ধে আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে সাজা থেকে অব্যাহতি দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। গত ৬ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে তৎকালীন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত সোহেল রানার সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে কেন সংঘাত, বিবদমান পক্ষ কারা?

গত ৫ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে হাইকোর্টে এক মাসের সাজাপ্রাপ্ত সোহেল রানা আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমার আবেদনে তিনি বলেছিলেন, ক্ষমা করে সাজা থেকে অব্যাহতি দিয়ে একজন ভাল বিচারক হওয়ার সুযোগ চান।

এর আগে গত বছরের ১২ অক্টোবর সন্ধ্যায় সোহেল রানার সাজার রায় ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে আদালত অবমাননার দায়ে বিচারক মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হাইকোর্ট।

news24bd.tv/ab