বাংলাদেশে প্রবেশ করলো মিয়ানমারের আরও ১১৪ সৈন্য

নতুন করে জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর ১১৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

বাংলাদেশে প্রবেশ করলো মিয়ানমারের আরও ১১৪ সৈন্য

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নতুন করে জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর ১১৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এখন পর্যন্ত মোট ২২৯ জন জান্তা সৈন্য মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো।

মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব তথ্য জানায়।

আরও পড়ুন: মিয়ানমারের আরও ৭ বিজিপি সদস্য বাংলাদেশে

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।

এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ এই ঘটনা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

news24bd.tv/ab