মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের

মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, সংগৃহীত ছবি।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ ২ জনের মৃত্যুর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত অং কিউ মোয়ে'কে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির।

এসময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে কেন সংঘাত, বিবদমান পক্ষ কারা?

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) বান্দরবানের ঘুমধুম সীমান্তের জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশি এবং এক রোহিঙ্গা নিহত হয়।

নিহত বাংলাদেশির নাম হোসনে আরা (৫৫)।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নতুন করে জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর ১১৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এখন পর্যন্ত মোট ২২৯ জন জান্তা সৈন্য মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো।

news24bd.tv/FA