আফজাল হোসেন কেন সংসদে জানতে চেয়ে হাইকোর্টের রুল

কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মোহাম্মদ আফজাল হোসেন।

আফজাল হোসেন কেন সংসদে জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

কোন কর্তৃত্ববলে কিশোরগঞ্জ-৫ আসনের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন তার পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী হলফনামায় একটি মামলায় বেকসুর খালাসের কথা উল্লেখ করলেও তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান আছে যা তিনি গোপন করেছেন।

আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

একই সংসদীয় আসনের দুই ভোটার ও একজন মামলার বাদীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হলো। তবে, এই মুহূর্তে তার সংসদ্যপদ বহাল থাকবে।

news24bd.tv/ab