নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার

ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান বোলার জেভিয়ার বার্টলেট

নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়া আরও একটি মাইলফলক স্পর্শ করেছে। নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচ খেলে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় ভারতের পরই দ্বিতীয় অবস্থান শিকার করেছে অজিরা।

আরও পড়ুন: এবার টাকা-পয়সা নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার বিরোধ

এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে বোলিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

ক্যারিবিয় ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে অস্ট্রেলিয়ার বোলাররা। ৫০ ওভারের ম্যাচ অর্ধেকও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৪ ওভার ১ বলে ৮৬ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়রা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার ৫ বলেই ২ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জেভিয়ার বার্টলেট। সিরিজসেরাও হয়েছেন তিনি।

আরেকটি কাকতালীয় বিষয় ঘটেছে এই একই ম্যাচটিতে। আজ ৬ ফেব্রুয়ারি ২০২৪ সাল থেকে ঠিক দুই বছর আগে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ওয়ানডেতে ভারত নিজেদের হাজারতম ম্যাচ খেলে। সেই ম্যাচটিতেও প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচেও ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারের মুখ দেখতে হয় ক্যারিবিয়দের।

news24bd.tv/SC