মিয়ানমারের সৈন্য নৌপথে ফেরানোর কথা ভাবছে সরকার

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের জান্তা সৈন্যদেরকে নৌপথে ফেরত পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ সরকার।

মিয়ানমারের সৈন্য নৌপথে ফেরানোর কথা ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের জান্তা সৈন্যদেরকে নৌপথে ফেরত পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে’কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের

এখন পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২২৯ জন বাংলাদেশে এসেছে।

তাদের ফেরত পাঠাতে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক