৬৫ জন রোহিঙ্গাকে ‘পুশব্যাক’ করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

৬৫ জন রোহিঙ্গাকে ‘পুশব্যাক’ করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ৬৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৬ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

আরও পড়ুন: মিয়ানমার ইস্যুটি ভূরাজনৈতিক নয়, অভ্যন্তরীণ বিষয় : কাদের

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে ২৬৪ জন মিয়ানমারের সৈন্য বিজিবির আশ্রয়ে আছে।

সীমান্তে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিয়ানমার সীমান্ত পরিদর্শনে যাবেন বিজিবি মহাপরিচালক।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক