জামিনে মুক্তি পেলেন ফরিদপুরের বিএনপি নেতা কিবরিয়া স্বপন

জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন

জামিনে মুক্তি পেলেন ফরিদপুরের বিএনপি নেতা কিবরিয়া স্বপন

ফরিদপুর প্রতিনিধি:

প্রায় তিন মাস কারাভোগ করে অবশেষে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। আজ মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয় ৬টায় তিনি ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।  

এর আগে আজ বেলা ১১টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের জামিন দেন।

জেলা বিএনপির সদস্য সচিবের জামিনের খবরে নেতা-কর্মীরা বিকাল চার টা থেকেই জেল গেটে উপস্থিত হতে থাকেন।

দীর্ঘ প্রতীক্ষার পরে সন্ধ্যা সোয়া ৬টায় কিবরিয়া স্বপন জেলগেট হতে বের হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে জেলগেটেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নেতা-কর্মীদের সাথে নিয়ে কিবরিয়া স্বপন তার পূর্বখাবাসপুর বাস ভবনে যান।  
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২১শে নভেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

পরে কিবরিয়া স্বপনকে বিস্ফোরক মামলায় আসামি করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আর সেই মামলায় দীর্ঘ ২মাস ১৬ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পেলেন তিনি।  

news24bd.tv/কেআই