চিকিৎসকদের উপর হামলার ঘটনায় স্বাচিপের নিন্দা ও প্রতিবাদ 

ফাইল ছবি

চিকিৎসকদের উপর হামলার ঘটনায় স্বাচিপের নিন্দা ও প্রতিবাদ 

নিউজ টোয়েন্টিফোর হেলথ

শরিয়তপুরের ডামুড্ডা ও সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের উপর বর্বোরচিত হামলার ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকরী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার বিকাল ৩টায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।  

কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

স্বাচিপের দপ্তর সম্পাদক ডা. কাওছার আলমের সাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  ইতোমধ্যে আমরা জানতে পেরেছি, মামলায় প্রধান আসামি জুলহাস মাতবর জামিন পেয়েছেন। এটা আমাদেরকে মর্মাহত করেছে। উপরন্তু আসামি জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী ডা. রাফি ও বাদী পক্ষের আইনজীবীকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। এই মুহূর্তে মামলার বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমরা অতি দ্রুত এই প্রধান আসামি জুলহাস মাতবরের জামিন বাতিল করে পুণরায় গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।

news24bd.tv/health

এই রকম আরও টপিক