পাইপে আটকে যাওয়া মাদরাসা ছাত্রকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

৭ তলা ভবনের ৬ তলা থেকে ছাত্রকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মী।

পাইপে আটকে যাওয়া মাদরাসা ছাত্রকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় সাত তলা ভবনের পাইপে আটকে যাওয়া ছাত্রকে উদ্ধার করল ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার খৈয়রাসার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে। ৭ তলা ভবনের ৬ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

জহিরুলের বাড়ি জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে।

ওই ছাত্রকে উদ্ধারের ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ওই মাদরার নাজেরা বিভাগের ছাত্র জহিরুল ইসলাম দুপুরে পালিয়ে যাওয়ার জন্য সাত তলা থেকে নামতে শুরু করে। পরে ছয় তলা পর্যন্ত এসে আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে তাকে নামিয়ে আনেন।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার ফাইটার মো. আলমগীর হোসাইন তাকে নিয়ে নিচে নেমে আনেন বলে জানান, দমকল বাহিনীর এ কর্মকর্তা।

আরও পড়ুন:  পুরুষহীন বাড়িতে সিঁদকেটে ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে মাকে দুজন এবং মেয়েকে অপরজন ধর্ষণ করে

আরও পড়ুন: বাল্যবিবাহে বরখাস্ত ইউপি সদস্য

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক