ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন আহ্বান

ড. মুহাম্মদ ইউনূস

ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন আহ্বান

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের চলমান বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।  

প্যাটেল বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে শ্রম আইনের অপব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সেইভাবে উদ্বেগ জানিয়েছি আমরাও।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খর্ব করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্র।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক