দেখি, ফুটবল নিয়ে কিছু করা যায় কি না: পাপন 

নাজমুল হাসান পাপন

দেখি, ফুটবল নিয়ে কিছু করা যায় কি না: পাপন 

অনলাইন ডেস্ক

অগ্রাধিকার ভিত্তিতে ফুটবল নিয়ে কিছু করতে চান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়া আরও ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। তাই আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। ফুটবল সবার আগে আসবে।

দেখি, কিছু করা যায় কি না। ’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তার বারিধারার বাসায় মঙ্গলবার সকালে দেখা করতে গিয়ে এ কথা বলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাইপাস সার্জারির পর সালাউদ্দিন বাসায় বিশ্রামে আছেন।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমি বলছি না যে, সব সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে যা যৌক্তিক, তা করার চেষ্টা করব। কথা দিলে তা রক্ষা করব। কথা দিয়ে যদি তা রাখতে না পারি, কী লাভ সেই কথা দিয়ে। ’ তিনি যোগ করেন, খেলার মাঠ নেই। এটা বড় সমস্যা। আমি উনাকে (সালাউদ্দিন) বলেছি প্রস্তাব পাঠাতে। ’

news24bd.tv/আইএএম