আইসিজে’র ভাইস প্রেসিডেন্ট হলেন ইসরায়েলের পক্ষ নেওয়া বিচারক

আইসিজে’র ভাইস প্রেসিডেন্ট হলেন ইসরায়েলের পক্ষ নেওয়া বিচারক

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উগান্ডার আলোচিত বিচারক জুলিয়া সেবুটিন্ডে। জুলিয়া ইসরায়েলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়, জুলিয়া আগামী তিন বছরের জন্য নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবস্থান নিলেও ওই মামলায় আইসিজের বিচারকরা ইসরায়েলকে যেসব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠতায় ভোটে পাশ হয়েছে।

আইসিজের বিচারকরা মামলার অন্তবর্তীকালীন রায়ে ইসরায়েলের প্রতি ছয়টি বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। তার আগে বিষয়গুলো নিয়ে আইসিজের বিচারকদের মধ্যে ভোটাভুটি হয়।

ভোটাভুটিতে ১৫ জন বিচারক পক্ষে এবং দু’জন বিপক্ষে ভোট দেন। দু’জনের মধ্যে একজন সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান জানান।

তিনিই হলেন উগান্ডার এই বিচারক জুলিয়া সেবুটিন্ডে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক