পরিবার আশ্রয়কেন্দ্রে রেখে বাড়ি পাহারায় পুরুষরা

পরিবার আশ্রয়কেন্দ্রে রেখে বাড়ি পাহারায় পুরুষরা

অনলাইন ডেস্ক

ঘুমধুম সীমান্তের ওপারে ফের গুলির শব্দ পাওয়া গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই গুলির শব্দের কথা জানিয়েছে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত নতুন করে কোনো মিয়ানমার সেনা বাংলাদেশে প্রবেশ করেনি।

এদিকে সীমান্তে চলমান উত্তেজনায় এলাকা ছাড়া হয়েছেন অনেকেই।

গুলি ও মর্টারের ভয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। নারী ও শিশুদের আশ্রয়কেন্দ্রে রেখে বাড়ি পাহারা দিচ্ছেন পুরুষরা।

স্থানীয়দের একজন গণমাধ্যমকে জানান, পরিবারের সবাইকে আশ্রয়কেন্দ্রে রেখে এসেছি। দিনের বেলায় বাড়িতে গরু ছাগল চুরি হবে তাই পাহারা দিচ্ছি।

আর সন্ধ্যা হলে আমি দূরের আত্মীয়র বাড়ি চলে যাই।

আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে আঘাত হানল ২ মর্টারশেল, ৫ গুলি

জানতে চাইলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজীজ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে কখনো একনাগাড়ে কখনো থেমে থেমে গুলি হচ্ছে। আর ওপারের গুলি আর মর্টার শেল এসে আমার ইউনিয়নের কয়েকজনের মৃত্যুর পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার মিয়ানমারের ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ ২ জনের মৃত্যুর ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়ে'কে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারের এ প্রতিক্রিয়ায় বিভিন্ন বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

news24bd.tv/FA