এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি জর্ডানের

উল্লাসরত জর্ডানের ফুটবলাররা (ছবি: দ্য গার্ডিয়ান)

এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি জর্ডানের

অনলাইন ডেস্ক

শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করলো জর্ডান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে কাতারের আল রাইয়ানে নিজেদের স্বপ্নের ইতিহাস লেখে জর্ডান। এটি ছিলো প্রথম সেমি ফাইনাল।

আরও পড়ুন: ফাইনালের আগে ভুটানকে ৪-০ গোলে হারালো বাংলাদেশ

জর্ডানের ফিফা র‍্যাংকিং ৮৭।

ওদিকে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিলো দক্ষিণ কোরিয়া। কিন্তু ইতিহাস রচনার এই রাতে ম্যাচের ৫৪ মিনিটে দক্ষিণ কোরিয়ার ভুলে জর্ডানের হয়ে আল নিয়ামত করেন প্রথম গোলটি। এরপর অবশ্য আরেকটি গোল পেতে বেশি সময় নেয়নি জর্ডান। ৬৪ মিনিটে মুসা আল তামারির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
ততোক্ষণে সন হিউং মিনের দল হারের দ্বারপ্রান্তে চলে যায়। পুরো ম্যাচেই জর্ডানের আক্রমণ এবং রক্ষণ ছিলো চোখে পড়ার মতো। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে অনেকটা অসহায় হয়েই আত্মসমর্পণ করতে দেখা যায় এদিন।

শেষ বাঁশিতে যেন পুরো গ্যালারি প্রকম্পিত হয় সমর্থকদের উল্লাসে। অন্যদিকে ১৯৬০ সালের পর এশিয়ান কাপ জিততে না পারা এবং জর্ডানের কাছে কখনোই না হারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

news24bd.tv/SC