ব্যাটিংয়ে নামবো না বলে চতুর্থদিনেই ম্যাচ শেষ নিউজিল্যান্ডের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা

ব্যাটিংয়ে নামবো না বলে চতুর্থদিনেই ম্যাচ শেষ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২৮ রানে এগিয়ে রয়েছিলো নিউজিল্যান্ড। এর আগে ৪ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিন শেষেই ৫২৮ রানে এগিয়েছিলো কিউইরা। তাই ব্যাটিংয়ে না নেমে দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় তারা।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে দিনের খেলা শুরুর আগেই  কিউই অধিনায়ক টিম সৌদি জানান, 'আমরা আজ আর ব্যাটিং করব না।

' টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্ব রেকর্ডটা ছিলো ৪১৮ রানের। তাই দক্ষিণ আফ্রিকাকে এক নতুন রেকর্ড সৃষ্টি করতে হতো। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ২৮৭ রানেই অলআউট হয়ে যায় তারা।
রানের হিসাবে ২৮১ রানের জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এ যাবতকালের সবচেয়ে বড়ো জয়। এই জয় দিয়ে ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।  

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এবং বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে রাচিন রবীন্দ্র।  

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫১১ ও ১৭৯/৪ ডি.।
দক্ষিণ আফ্রিকা: ১৬২ ও ৮০ ওভারে ২৪৭ (বেডিংহাম ৮৭, হামজা ৩৬, ডি সোয়ার্ট ৩৪*, ফন টন্ডার ৩১; জেমিসন ৪/৫৭, স্যান্টনার ৩/৫৯)।
ফল: নিউজিল্যান্ড ২৮১ রানে জয়ী।

news24bd.tv/SC