মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সাথে আলোচনা চলছে: কাদের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সংকট নিয়ে সরকার ভারত ও চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সাথে আলোচনা চলছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সংকট নিয়ে সরকার ভারত ও চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে অবস্থিত সেতু ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

কাদের বলেন, যারা পালিয়ে এসেছে তাদের ফেরত নেবে মিয়ানমার। এখন আর উদারভাবে বর্ডার খুলে দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: সেনাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার : বিজিবি মহাপরিচালক

মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, হতাশা কাটাতে ও বিরোধীতার নামে বিএনপি কিছু না কিছু বলে যাচ্ছে।

এদিন সড়ক নিরাপত্তা নিয়ে সেতুমন্ত্রীর সাথে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বৈঠক শেষে কাদের জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিতে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেয়া হচ্ছে। প্রকল্পটি ২০২৮ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়িত হবে।

এসময় সড়ক নিরাপত্তা নিয়ে ব্যক্তিগত অসন্তুষ্টি প্রকাশ করেন কাদের।

news24bd.tv/ab