পাকিস্তানে নির্বাচন : রাত থেকে লাইভ ট্রান্সমিশনে থাকবে পিটিআই

সংগৃহীত ছবি

পাকিস্তানে নির্বাচন : রাত থেকে লাইভ ট্রান্সমিশনে থাকবে পিটিআই

অনলাইন ডেস্ক

পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনকে কেন্দ্র করে দলের নানা বিষয়ে ভোটারদের অবহিত করতে বুধবার রাত ৮টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে থাকার কথা জানিয়েছে দলটি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক এক্স পোস্টে পিটিআই জানায়, এদিন রাত ৮টা থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে লাইভ ট্রান্সমিশন শুরু হচ্ছে। যা দেশের প্রেক্ষাপটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে।

আরও পড়ুন: আল-আকসা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। তবে দেশের প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিটিআই'র দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইমরানকে এসব সাজা দেওয়া হয়েছে।

বর্তমানে কারাগারে বন্দি তিনি। ফলে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোটে কারচুপি নিয়ে আশঙ্কা ও উদ্বেগ তত বাড়ছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক