গণপূর্ত অধিদপ্তরের দুই কর্মকর্তাকে পদোন্নতির নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট ভবন।

গণপূর্ত অধিদপ্তরের দুই কর্মকর্তাকে পদোন্নতির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের আদেশ অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে যুগ্মসচিব এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় উন্নীত করার নির্দেশ বাস্তবায়ন করতে সরকারকে সময় বেধে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী ও আখতারুজ্জামান এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আগামী ২০ মার্চের মধ্যে এ রায় বাস্তাবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সাথে আলোচনা চলছে: কাদের

এর আগে ২০১৫ সালে এ বিষয়ে রায় দেন হাইকোর্ট।

পরে রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে সরকারপক্ষ লিভ টু আপিল করলেও সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। পরে ২০২২ সালে আপিল খারিজের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সরকার। আপিল বিভাগের ফুলকোর্টে শুনানী হলে রিভিউ আবেদনও খারিজ হয়ে যায়।

এরপরও সে রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে আসেন বাদীপক্ষ।

এর আগে ২০১২ সালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে যুগ্মসচিব ও  অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় উন্নীত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ৪৫ জন প্রকৌশলী।

news24bd.tv/ab