খুলনাকে ১৫০ রানের টার্গেট দিলো কুমিল্লা

ব্যাট হাতে জ্বলে উঠেছেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাশ

বিপিএল-এ 

খুলনাকে ১৫০ রানের টার্গেট দিলো কুমিল্লা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে ১৫০ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার (৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস। পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করা কুমিল্লা ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন। রানের খরা কাটিয়ে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন কুমিল্লার অধিনায়ক লিটন।

তার সাথে রিজওয়ান কিছুটা ধীরগতিতে ব্যাট করলেও দুজন মিলে এক প্রান্ত আগলে রাখেন। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।

আরও পড়ুন: একপাশ আগলে রেখেও ম্যাচ জিতাতে পারলেন না তামিম

যদিও এরপর অনেকটা রিজওয়ানের অনুরূপ ধীরগতির ইনিংস খেলেন উইল জ্যাকস। ২৭ বলে ২২ রান তোলেন ইংলিশ অলরাউন্ডার।

তাকে প্যাভিলিয়নে পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। চারে নামা তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও ১৬ রানের বেশি করতে পারেননি।

৯৯ রানে ৩ উইকেট হারানো কুমিল্লা শেষদিকে রানের গতি বজায় রাখতে পারেনি। যদিও শেষদিকে কিছুটা চেষ্টা করেছেন জাকের আলী। ৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করেন তিনি। এছাড়া ১ চার ও ১ ছক্কায় ১০ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে  কুমিল্লার এই রান অভিযান ১৪৯ রানে গিয়ে আটকায়।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ এবং ফাহিম আশরাফ। একটি উইকেট নেন মুহাম্মদ ওয়াসিম।

news24bd.tv/SC