তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ঋণ দেবে আইটিএফসি

তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ঋণ দেবে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ঋণ দেবে আইটিএফসি

নিজস্ব প্রতিবেদক

তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেয়ার জন্য রাজি হয়েছে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিইও এম নাজিম নুরদালি।

আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে বাংলাদেশ

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার মিলবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০০ মিলিয়ন ডলার দেবে আইডিবি জেদ্দা।

এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার পেট্রোবাংলার মাধ্যমে গ্যাস ও বাকি অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে তেল কেনার জন্য ব্যয় করা হবে।

এই চুক্তি জ্বালানি খাতের সংকটকে অনেকটা দূর করবে বলেও জানান তিনি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক