তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এডিটরস গিল্ডের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে এডিটরস গিল্ডের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এডিটরস গিল্ডের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে এডিটরস গিল্ডের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে আরাফাত বলেন, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং জঙ্গি ও উগ্রবাদের বিপক্ষে থাকতে হবে গণমাধ্যমকে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আওয়ামী লীগকে এমন কিছু দলের সাথে রাজনীতি করতে হয় যা দুঃখজনক ও হতাশাজনক।

আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে বাংলাদেশ

সরকারের ভুল-ভ্রান্তি থাকলে তা দেখিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়ে আরাফাত বলেন, বিদেশিরা বলে বেড়ান সংসদ একপেশে। কিন্তু কী হলে সংসদ একপেশে হতো না তা তারা স্পষ্ট করেন না। তারেক রহমানের মতো নেতার দল বিরোধীদল হবে এটা হতে পারে না।

শক্তিশালী বিরোধী দল দরকার কিন্তু দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আওয়ামী লীগ নির্বাচনের পক্ষের দল উল্লেখ করে আরাফাত বলেন, যারা নির্বাচন বর্জন করেছে তাদেরকে জনগণও বর্জন করেছে।

সাক্ষাৎ শেষে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, সরকারের পাশে থাকবে এডিটরস গিল্ড। সরকারও পাশে থাকবে এমন আশা করছি।

news24bd.tv/ab