ইতিহাস গড়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা

ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জাসপ্রীত বুমরা

ইতিহাস গড়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র অবস্থার মধ্যেই ভারতীয় দলের জন্য অনন্য এক কীর্তি গড়েছেন পেসার জাসপ্রীত বুমরা। সদ্য শেষ হওয়া বিশাখাপত্তনম টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে প্রথম কোনো ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বুমরা।

এর আগে ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এই কীর্তি ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং প্রয়াত বিষাণ সিং বেদির।

আরও পড়ুনব্যাটিংয়ে নামবো না বলে চতুর্থদিনেই ম্যাচ শেষ নিউজিল্যান্ডের

আইসিসি থেকে প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

এদিকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ২০৯ রানের ইনিংস খেলে ৩৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে উঠে এসেছেন।

news24bd.tv/SC