টোকিওতে টেইলর সুইফটের 'কনসার্ট' উত্তেজনা তুঙ্গে

জাপানের টোকিওতে টেইলর সুইফটের কনসার্ট ঘিরে জনমনে ব্যাপক উদ্দীপনা

টোকিওতে টেইলর সুইফটের 'কনসার্ট' উত্তেজনা তুঙ্গে

অনলাইন ডেস্ক

মাত্র কয়েকদিন আগেই মার্কিন গায়িকা টেইলর সুইফট ৬৬তম গ্র্যামিতে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন।

এর মধ্যেই টেইলরের টোকিও কনসার্ট নিয়ে জাপানে চরম উত্তেজনা দেখা দিয়েছে। টোকিওর রাস্তাঘাট টেইলরের ভক্ত ও শুভানুধ্যায়ীরা ভরিয়ে তুলেছেন পোস্টারে এবং রঙিন সব ব্যানারে।  বুধবার (৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কনসার্টের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

টেইলরের শো-টিকিট 'সোল্ড আউট' ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনগ্র্যামির মঞ্চে টেলর সুইফটের রেকর্ড

জাপানের বিভিন্ন স্থান থেকে বিশেষত টোকিও এবং এর আশপাশের এলাকা থেকে ভক্ত সমর্থকরা ছুটে আসছেন টেইলরকে একনজর দেখতে।

জাপানের দক্ষিণ-পশ্চিমের ফুকুওকা থেকে কেন ইশিওনে জানান, তিনি নিজের চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ তিনি টেইলর সুইফটের চারদিনের কনসার্টের টিকিট কিনে সেখানেই থাকবেন।

ঘুরবেন এবং উপভোগ করবেন এই কয়টি দিন। তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে টেইলরের গান শুনি। শুধুমাত্র টেইলরের গানের লিরিক্স বুঝতে তিনি ইংরেজি ভাষাও রপ্ত করেছি।

news24bd.tv/SC