শহর আবর্জনাময় রেখে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ 

বিক্ষোভে যশোর পৌরসভার হরিজন জনগোষ্ঠীর পরিচ্ছন্নতা কর্মীরা - নিউজ টোয়েন্টিফোর

শহর আবর্জনাময় রেখে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ 

যশোর প্রতিনিধি

শহরকে আবর্জনাময় রেখে বিক্ষোভ করছেন যশোর পৌরসভার হরিজন জনগোষ্ঠীর পরিচ্ছন্নতা কর্মীরা। বকেয়া বিলের কারণে আবাসস্থলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করায় গত তিন দিন ধরে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যে দুই দিন তারা শহরের কোন ডাস্টবিন পরিস্কার করছে না। বরঞ্চ গুরুত্ব স্থানগুলোতে ময়লা ঢেলে দিয়ে রাখছে।

এতে করে শহরজুড়ে আবর্জনাময় পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে পরিচ্ছন্নতা কর্মীরা অন্যায্য দাবিতে পৌরসভাকে জিম্মি করছে বলে জানিয়েছেন পৌর মেয়র। তিনি জানান, যশোর শহরের তিনটি হরিজন পল্লীতে বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৫ কোটি টাকা। এ জন্য গত রোববার একটি পল্লীর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ এবং হরিজন পল্লীর প্রতি বাড়িতে প্রিপেইড বিদ্যুৎ মিটার সংযোগ নেওয়ার কথা বলেছে বিদ্যুৎ বিভাগ।

পৌরসভা থেকে বলা হয়েছে, ওই সাড়ে ৫ কোটি টাকা পৌরসভা ধাপে ধাপে পরিশোধ করবে। কিন্তু এরপর থেকে তাদের বিদ্যুৎ বিল দিতে হবে। এরপর থেকে কখনও-ই বিদ্যুৎ বিল না দেওয়ার অন্যায্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পরিচ্ছন্ন কর্মীরা।

এদিকে শহর জুড়ে আর্বজনায় দূষিত পরিবেশ তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাদের দাবি দ্রুত ময়লা অপসারণের।

news24bd.tv/SHS