শিগগিরই জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে যশোরের খেজুরের গুড়সহ ৫ পণ্য

খেজুরের গুড়

শিগগিরই জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে যশোরের খেজুরের গুড়সহ ৫ পণ্য

অনলাইন ডেস্ক

দেশের আরও ৫টি পণ্যকে শিগগিরই ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-ডিপিডিটি এই স্বীকৃতি দেবে বলে বুধবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।  

ওই ৫ পণ্যের মধ্যে রয়েছে— যশোরের খেজুরের গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, নরসিংদীর লটকন, রাজশাহীর মিষ্টি পান।  

এদিকে, জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর -ডিপিডিটি।

আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

news24bd.tv/আইএএম