যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ 

যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ 

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিবহন চাঁদাবাজি করার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এ খবর জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর নিউ থ্রি-স্টার ফল মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। তারা  আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায়কালীন ৮ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ওমর ফারুক বাবু (২৫), ফারুক (২৮), শাহিন (২৮), ইউসুফ খান (৪৪), নাহিদ সরকার (৩০), মিরাজ (২১), অনিক (২৮) ও হাসান (২৩)। তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৭০০ টাকা ও তিনটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি  করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 
news24bd.tv/আইএএম