গাজীপুরে হবে আহমেদ রুবেলের দাফন

আহমেদ রুবেল - ফাইল ছবি

গাজীপুরে হবে আহমেদ রুবেলের দাফন

অনলাইন ডেস্ক

মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ারাস সুবাস’ ‍চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে এসেছিলেন আহমেদ রুবেল। তবে নিজের অভিনীত সিনেমা দেখার আগেই অন্যলোকে পাড়ি দিয়েছেন তিনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই মারা যান তিনি। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বমহলে।

জানা গেছে, আহমেদ রুবেলের মরদেহ রাখা হবে ঢাকার স্কয়ার হাসপাতালেই। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে তার লাশ। শ্রদ্ধা জানানোর জন্য সেখানে ১২টা পর্যন্ত থাকবে মরদেহ।

এরপর সেখান থেকে তাকে নেওয়া গাজীপুর, সেখানেই জানাজা শেষে হবে দাফন।

এর আগে, আজ সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্সে পরিচালক নুরুল আলম আতিকের পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। উত্তরা থেকে সিনেমার পরিচালকও আহমেদ রুবেল গাড়িতে করে এ অনুষ্ঠানে অংশ নিতে বসুন্ধরা সিটিতে আসছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল নিজেই।

রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। সবাই মিলে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমনটাই জানিয়েছেন ‘পেয়ারার সুবাস’ চরচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক