ধর্ষণচেষ্টার অভিযোগে চবি অধ্যাপক মতিন বরখাস্ত, স্থায়ী বহিষ্কারের দাবি 

মানববন্ধন

ধর্ষণচেষ্টার অভিযোগে চবি অধ্যাপক মতিন বরখাস্ত, স্থায়ী বহিষ্কারের দাবি 

অনলাইন ডেস্ক

ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুল মতিন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে; প্রয়োজনে আরও কঠোর হবেন তারা।  

শিক্ষার্থীদের ডাকে চলা টানা এই আন্দোলনে এবার শামিল হয়েছেন শিক্ষকরাও। তারা বুধবার দাঁড়ান হাতে হাত ধরে।

চান জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার। শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় একের পর এক ঘটনা ঘটছে। নির্বিকার থাকছেন উপাচার্যও।

ধর্ষণচেষ্টার অভিযোগে মতিনের দৃষ্টান্তমূলক সাজা চেয়ে কয়েকদিন ধরেই চলছে এই আন্দোলন।

টানা আন্দোলনের পঞ্চম দিনে অভিযুক্ত শিক্ষককে সামরিক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে রসায়ন বিজ্ঞান বিভাগের ওই  শিক্ষকের বিরুদ্ধে মামলা না করায় ক্ষোভও প্রকাশ করেছেন।

news24bd.tv/আইএএম