আবারও এশিয়ান কাপের ফাইনালে কাতার

আলমোয়েজ আলীর জয়সূচক গোলের পর উল্লাসে ফেটে পড়ে কাতারের ফুটবলাররা - টুইটার

আবারও এশিয়ান কাপের ফাইনালে কাতার

অনলাইন ডেস্ক

আবারও এশিয়ান কাপের ফাইনালে উঠেছে কাতার। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ইরানকে ২-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যর দেশটি। আগামী শনিবার শিরোপা ধরে রাখার মিশনে জর্ডানের বিপক্ষে নামবে দলটি, যারা প্রথমবারের মতো নামবে শিরোপা জেতার লক্ষ্যে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে আজ কাতার-ইরানের লড়াই হয়েছে সমানে সমান।

শুরুতে ইরান গেলেও স্বাগতিকরা ম্যাচে সমতা ফিরিয়ে নেয় লিড। পরে ইরান আবার সমতায় ফেরে ঠিকই, তবে শেষদিকে গোল করে কাতারকে ফাইনালে নিয়ে যান আলমোয়েজ আলী।

ম্যাচের শুরুতেই থুমামাকে নিস্তব্দ করে দেন সরদার আজমুন। তার গোলে ৪ মিনিটেই এগিয়ে যায় ইরান।

সেই গোল কাতার শোধ দেয় 1৭ মিনিটে। জসিম জাবের আব্দুলসালামের গোলে ম্যাচে ফেরে প্রাণ। এরপর ৪৩ মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান আকরাম আফিফ।

লিড নিয়ে কাতার বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে ইরান। পেনাল্টি থেকে গোল করে ইরানী শিবিরে স্বস্তি ফেরান আলিরেজা জাহানবখস। এরপর এই অবস্থাতেই ম্যাচ চলে যায় নির্ধারিত সময়ের দিকে। তখনই চমক আলমোয়েজের। হুট করে ডি বক্সের মধ্যে বল পেয়েই জালে জড়ান তিনি। অফসাইডের আশঙ্কা করলেও, রেফারি সব আনুষ্ঠানিকতা শেষে জানান, গোলটি ছিল বৈধ। ফলে আনন্দে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকরা।

শেষ বাঁশি বাজার আগে হারের সঙ্গে আরও একটি হতাশা নিয়ে মাঠ ছাড়ে ইরান। ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সোজে খলিলজাদেহ।

news24bd.tv/SHS