তাসকিনের ইনজুরি কতটা গুরুতর তার প্রমাণ আছে বোর্ডের কাছে

পেসার তাসকিন আহমেদ - সংগৃহীত

তাসকিনের ইনজুরি কতটা গুরুতর তার প্রমাণ আছে বোর্ডের কাছে

অনলাইন ডেস্ক

আর টেস্ট ক্রিকেট খেলতে চান না তাসকিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এমনই এক চিঠি পাঠিয়েছেন এই ক্রিকেটার। সেই চিঠিতে বলা হয়, ইনজুরিপ্রবণ হওয়ায় সাদা বলের ক্রিকেটে নিজেকে যাতে আরও সতেজ রাখতে পারেন, তাই এমন সিদ্ধান্ত। তবে খবর ছিল দুই রকমের। কোথাও বলা হচ্ছিল, তাসকিন টেস্ট একেবারেই ছেড়ে দিতে চান, কেউ বলেছেন আপাতত শুধুই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য।

অবশেষে সেই ধোঁয়াশা কাটালেন তাসকিন নিজেই।  

বুধবার দুর্দান্ত ঢাকার নেতৃত্ব দেন তাসকিন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ওই ম্যাচের পর তাসকিন জানিয়েছেন, তার কাঁধের চোট খুবই গুরুতর। সেটা ভালো না হওয়া পর্যন্ত লংগার ভারসন ক্রিকেটে খেলতে চান না তিনি।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল, বিশ্বকাপের সময় শেষ যখন এমআরআই করেছিলাম। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি করতেই হবে। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে! ’

এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়, তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই। ’

তবে বোর্ডের কাছ থেকে আসেনি এখনো সিদ্ধান্ত। তাসকিন জানিয়েছেন, বিপিএলের পর তাকে নিয়ে বসবে বিসিবি। তাসকিন বলেন, ‘তারা বলেছে বিপিএলের পর কোচ আসলে সবাই মিলে বসবে। ’

news24bd.tv/SHS