আরাকান আর্মির দখলে বিজিপির দুই শক্ত ঘাঁটি

আরাকান আর্মির দখলে বিজিপির দুই শক্ত ঘাঁটি

অনলাইন ডেস্ক

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) হটিয়ে বাংলাদেশ সীমান্তঘেঁষা দুই চৌকি দখলে নিয়েছে আরাকান আর্মি। বিজিপির শক্ত ঘাঁটি তাউং পিও (বাম) ও তাউং পিও (ডান) দখলে নেয়ার খবর জানিয়েছে ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়, তিন দিনের তীব্র লড়াইয়ের পর মঙ্গলবার মংডু শহরের এই চৌকিদুটি দখলে নেওয়ার ঘোষণা দেন আরাকান আর্মির সদস্যরা। এর আগে গত রোববার আরাকান আর্মি একযোগে বিজিপির তাউং পিও (বাম) চৌকি এবং তাউং পিও (ডান) সেনা ঘাঁটিতে হামলা চালায়।

ওই দিনই বাম সেনা ঘাঁটিটি দখলে নেন তারা।

আরও পড়ুন: রাজধানী রক্ষায় সাধারণ মানুষকে অস্ত্র দিচ্ছে মিয়ানমার জান্তা

এরপর থেকে লড়াইয়ে টিকতে না পেরে তিন শতাধিক মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। মঙ্গলবার রাখাইন রাজ্যের আরও বেশ কয়েকটি শহর—ম্রাউক-উ, কিয়াউকতাও, রামরি, আন ও মিবোন শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই হয়েছে।

news24bd.tv/FA