আইটি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চান পলক

সংগৃহীত ছবি

আইটি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চান পলক

নিজস্ব প্রতিবেদক

আইটি-আইটিইএস খাতে আগামী ৫ বছরে দেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। গত সাত বছরে বাংলাদেশকে বিনিয়োগ আকর্ষণ করে ৮’শ মিলিয়ন ডলার বিনিয়োগ আনা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ শ্রমিকদের ওয়েলবিং প্ল্যাটফর্ম আপন এর 'ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরও পড়ুন: সংসদে প্রথম বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, আপন বাজার সিইও সাইফ রশিদ।

প্রতিমন্ত্রী এসময় বলেন, বর্তমানে আমাদের আইসিটি খাত থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রফতানি আয় হচ্ছে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ খাতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় এবং আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক