আইভরিকোস্টের ফাইনাল নিশ্চিতের নায়ক ক্যান্সারজয়ী হলার

ক্যান্সারজয়ী সেবাস্তিয়ান হলারকে ঘিরে উদযাপন করছেন সতীর্থরা

আফ্রিকা কাপ অব নেশনসে 

আইভরিকোস্টের ফাইনাল নিশ্চিতের নায়ক ক্যান্সারজয়ী হলার

অনলাইন ডেস্ক

গত বছর ক্যান্সার জয় করা সেবাস্তিয়ান হলারের নৈপুণ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনাল নিশ্চিত করেছে আইভরিকোস্ট।

দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটয়ে নেশনস কাপের ফাইনালে নাম লেখিয়েছে আইভরিকোস্ট। আবিদজানে অলিম্পিক স্টেডিয়াম অব এবিম্পেতে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি হয় ৬৫ মিনিটে। মরণব্যাধি ক্যান্সার জয় করা সেবাস্তিয়ান নিজের দেশকেও এনে দেন দুর্দান্ত এক জয়।

এই জয়ের মাধ্যমে পঞ্চমবারের মতো নেশনস কাপের ফাইনাল নিশ্চিত করলো আইভরিকোস্ট।

আরও পড়ুনএমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়ে জানা গেলো নতুন তথ্য

যদিও এই টুর্নামেন্টে শুরুর দিকে হোঁচট খায় আইভরিকোস্ট।  নিজেদের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পিছিয়ে থাকা ইকুয়াটোরিয়াল গিনির কাছে ৪-০ ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড করে তারা। ফাইনালে আইভরিকোস্টের প্রতিপক্ষ আফ্রিকার 'সুপার ইগল' নাইজেরিয়া।

গতকাল রাতে বুয়াকেতে আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট নিশ্চিত করে নাইজেরিয়া।  

news24bd.tv/SC