ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানপন্থী কমান্ডার নিহত

হামলার পর বাগদাদের ঘটনাস্থল-ফাইল ছবি।

ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানপন্থী কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

ইরাকে বাগদাদে গত বুধবার ( ৮ জানুয়ারি) মার্কিন বিমান হামলায় ইরানপন্থী এক জ্যেষ্ঠ কমান্ডার মারা গেছেন। হামলায় যিনি নিহত হয়েছেন, তিনি কাতায়েব হিজবুল্লাহর কমান্ডার। তাঁর নাম আবু বকর আল-সাদি। এ অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা, হামলায় অংশগ্রহণের জন্য তিনি দায়ী ছিলেন বলে যুক্তরাষ্ট্র মনে করে।

 যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সত্যতা স্বীকার করেছে।

 গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এ হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। আহত হন ৩০ জনের বেশ মার্কিন সেনা।

 
হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ পরিচয় দিয়ে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। এরই জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানায় সেন্টকম।  
গত সপ্তাহে ইরাক ও সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাচ্ছে । এরকম হামলা আরও চলবে বলে সেন্টকম হুশিয়ারি দেয়। সূত্র, সিএনএন।
news24bd.tv/ডিডি