আগামীকাল ১৯ কেন্দ্রের ৪৪ ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা, যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে

গতবছরের পরীক্ষার্থীরা--ফাইল ছবি।

আগামীকাল ১৯ কেন্দ্রের ৪৪ ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা, যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে

আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে  একযোগে ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে । পরীক্ষা চলবে সকাল ১১ টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি পরীক্ষা পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব তথ্য দেন।


জানা গেছে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫ হাজার ৩৮০টি। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭ টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬ হাজার ২৯৫ টি।
পরীক্ষার্থীদের যা করতে হবে:
শুক্রবার ভর্তি পরীক্ষার দিন সকাল ৮ টায় হলের গেট খুলবে।  সকাল সাড়ে ৯ টার পর কোন পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
পরিক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।
কেন্দ্রে পরীক্ষার্থীদের পৃথক পৃথক তল্লাশির ব্যবস্থা থাকবে।
পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও বল পয়েন্ট কলম ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না।  
মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।  
এয়ারফোন বা ব্লটুথ হলে নেওয়া যাবে না।  
ইতোমধ্যে পরীক্ষা স্বচ্ছ করতে যে সব ব্যবস্থা  : 
চলতি বছরের ১০ জানুয়ারি  থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেডিকেল ভর্তি কোচিংয়ের সেন্টারসমূহ বন্ধ করা হয়েছে।
অনলাইন কোচিং বন্ধ ও সাইবার অপরাধ রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সদস্যরা নজরদারি করছেন।  
পরীক্ষার দিন কেন্দ্রসমূহের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।  
পরীক্ষার হলের আশেপাশে জটলা করা যাবে না।  
গুজব ছড়ানো হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে  এমন অভিযোগ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।  

news24bd.tv/ডিডি