সেতু যেন মরণফাঁদ

ডাসারে কাঠের সেতুটির বেহাল অবস্থা - নিউজ টোয়েন্টিফোর

সেতু যেন মরণফাঁদ

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরেজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত সেতুটি লোহার খুঁটি হেলে পড়ার উপক্রম। সেতুর ওপরের অংশের পাটাতনের কিছু কাঠ পঁচে ধসে পড়েছে। নেই কোনো রেলিং।

যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের।

এছাড়া জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই প্রতিদিন মটরচালিত ভ্যান, অটোরিকশা ও মটর সাইকেলে করে চলাচল করছে হাজারো মানুষ। জনসাধারণের চলাচলের একটি মাধ্যম সেতুটি এখন যেন জনদুর্ভোগে রুপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার বলেন, ‘আমাদের শশিকরের চৌমুহনী ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কাঠের ব্রিজটি হেলে গেছে। উপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে। যেকোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাই। ’

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘ব্রিজটি অনেক পুরোনো। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটির লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে। ওপরের পাটাতনের কাঠও ঠিক মতো নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। নতুন একটি ব্রিজ দরকার। আমি সংশ্লিষ্ঠ দপ্তরে বিষয়টি জানিয়েছি। ’ 

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই প্রকল্প প্রস্তাবটি পাশ হয়ে আসবে। ’

news24bd.tv/SHS