অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের হত্যা করছে জান্তাবাহিনী!

সংগৃহীত ছবি

অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের হত্যা করছে জান্তাবাহিনী!

অনলাইন ডেস্ক

মিয়ানমারের কারেনি (কায়াহ) রাজ্যে অন্তঃসত্ত্বা নারীসহ ছয় বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী সূত্রে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডে নিহত তিনজন নারীর মধ্যে একজন সন্তানসম্ভবা ছিলেন। তাকে এবং তার ১০ বছরের কম বয়স্ক তিন শিশুকে জান্তা সরকারের সেনারা নির্মমভাবে হত্যা করেছে।

আরও পড়ুনপাকিস্তানে নির্বাচনের দিন নিহত ৫

কারেনি আর্মির পক্ষ থেকে জানানো হয়, গত রোববার জান্তা সরকারের পদাতিক ব্যাটালিয়ন-২৪৯ প্রথমে একজন পুরুষকে আটক করে। সেই সময় তিন নারী এবং তিন শিশুকেও আটক করে তারা। আটককৃত পুরুষ বন্দী সেখান থেকে পালাতে সক্ষম হলেও ওই তিন নারী সেখান থেকে আর পালাতে পারেননি। ওই তিন নারীর সাথে তিন, পাঁচ এবং সাত বছর বয়স্ক তিন শিশুকেও এসময় হত্যা করে তারা।

ওই এলাকায় সন্ধান চালানোর সময় নিহতদের দেহ পায় কারেনি জাতীয়তাবাদী সম্মিলিত বাহিনী।  প্রতিরোধ বাহিনী নিহত বেসামরিক ওই ৬ জনকে সমাহিত করেছে। কর্নেল ফোন নাইং বলেছেন, হত্যাকারী জান্তা সৈন্যদের সন্ধান করছেন তারা।  তিনি আরও বলেন, শ্যাডোতে লড়াইয়ের সময় জান্তা সেনাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/SC