বাংলাদেশ-ভারত ফাইনালের ফল নিয়ে চলছে নাটক 

বাংলাদেশ-ভারত ফাইনালের ফল নিয়ে চলছে নাটক 

অনলাইন ডেস্ক

নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল নিয়ে চলছে নাটক। রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর বাংলাদেশ-ভারতের নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই।

টাইব্রেকার শেষ হয় ৫-৫ গোলে। তারপর সাডেনডেথ। সেখানেও ফল ১১-১১।

হঠাৎ করেই ম্যাচ কমিশনার দুই দলের খেলোয়াড় ডেকে টসের সিদ্ধান্ত নেন।

টসে ভারত জিতলে তারা শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে। বাংলাদেশ বাইলজের কথা বলে প্রতিবাদ করে। তখন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, টসের সিদ্ধান্ত ভুল হয়েছে। তবে এবার বাংলাদেশ মেনে নিলেও প্রতিবাদ জানায় ভারত।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, কর্মকর্তারা টসের সিদ্ধান্ত ভুল শিকার করলেও তা অগ্রাহ্য করে মাঠ ছেড়ে উঠে গেছে ভারতের মেয়েরা।

আজ বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারেও ফল না আসলে ম্যাচ রেফারিকে ডেকে নেন ম্যাচ কমিশনার ডিলান। করা হয় কয়েন টসে। সেখানে জয়ের সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠে ভারত। তখন ম্যাচ কমিশনারকে ঘিরে আপত্তি জানাতে শুরু করে বাংলাদেশ। নতুন করে শুরু হয় জটিলতা।

এক পর্যায়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায় ভারত দল। তখনও মাঠে ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কিছুক্ষণ পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ম্যাচ কমিশনারের ভুলে হয়েছিল কয়েন টস।

news24bd.tv/SHS