নিত্যপণ্যের শুল্ক কমিয়েছে এনবিআর, প্রভাব পড়েনি বাজারে

নিত্যপণ্য

নিত্যপণ্যের শুল্ক কমিয়েছে এনবিআর, প্রভাব পড়েনি বাজারে

নিজস্ব প্রতিবেদক

রমজান উপলক্ষে চাল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে এনবিআর। তবে এখনো এর প্রভাব পড়েনি বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য। আর একদিনের ব্যবধানেই পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

তবে সরবরাহ বাড়ায় কমে এসেছে শীতকালীন সবজির দাম।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি মিনিকেট চাল ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। এছাড়া প্রতিকেজি আলু ৪০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

 

এদিকে সরবরাহ বাড়ায় কমে এসেছে শীতকালীন প্রায় সব ধরনের সবজির দাম। প্রতি পিস ফুলকপি ১০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি  হচ্ছে। বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেক কমে নেমে এসেছে ৩০ থেকে ৪০ টাকায়।  

এছাড়া প্রতিকেজি টমেটো ৪০ টাকায়, শিম ৭০ টাকায় এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

news24bd.tv/আইএএম