পোল্যান্ডে হামলা করা হবে না , মার্কিন সাংবাদিককে পুতিন

টাকার কার্লসন ও ভ্লাদিমির পুতিন --ফক্স নিউজ ফাইল ছবি।

পোল্যান্ডে হামলা করা হবে না , মার্কিন সাংবাদিককে পুতিন

অনলাইন ডেস্ক

পোল্যান্ড বা লাটভিয়া আক্রমণে রাশিয়ার কোনো ইচ্ছা নেই। ইউক্রেন যুদ্ধকে পোল্যান্ড ও লাটভিয়ার মতো অন্য দেশে টেনে নেওয়ার কোনো আগ্রহ রাশিয়ার নেই। রাশিয়া এতো বোকামি করবে কেন? তবে যারা ইউক্রেনের সরাসরি পক্ষ নিয়ে রাশিয়ার ক্ষতি করতে চাইবে এদের ছাড় দেওয়া হবে না। এছাড়া রাশিয়া সারা বিশ্বে যুদ্ধ এখন চায় না।


মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া  সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার প্রচারিত হওয়া দুই ঘণ্টার বেশি সময়ের সাক্ষাৎকারটি পুতিন এ মন্তব্য করেন। মঙ্গলবার মস্কোতে নেওয়া এ সাক্ষাৎকার ‘টাকার কার্লসন’ ডটকমে প্রচারিত হয়। পরে এনিয়ে নিউজ করে ফক্স নিউজ।

সাক্ষাৎকারে টাকার কার্লসন পুতিনকে প্রশ্ন করেন, ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে রাশিয়ার সেনা পাঠানোর চিন্তা তিনি করেন কিনা। এর জবাবে পুতিন বলেন, যদি পোল্যান্ড রাশিয়া আক্রমণ করে তবেই এমনটা হতে পারে। আমরা কেন পোলান্ড আক্রমণ করতে যাব। এতে আমাদের কোনো আগ্রহ নেই।

সাক্ষাৎকারে দেখা যায় ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের দৃষ্টিভঙ্গি অনেকটা পুতিনের সঙ্গে মেলে।  অনেকটা ভিন্ন। কার্লসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কও ঘনিষ্ঠ। ট্রাম্পও ইউক্রেন যুদ্ধ বন্ধ চান। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছেন।

টাকার কার্লসন পুতিনের কাছে জানতে চান বাইডেন সম্পর্কে । পুতিন বলেন, বাউডেনের মুখোশ ধীরে ধীরে সব জায়গাতেই থসে পড়ছে। জেলেনস্কিও সেটা বুঝতে পারছে।

news24bd.tv/ডিডি